hellp for all

life is easy

Social Share

ads
Responsive Ads Here

টাংগাইল জেলা

৩৪১৪.৩৫ বর্গ কিলোমিটার এই জেলার মোট জনসংখা মোট  ৩৮ লক্ষ প্রায়।টাংগাইল জেলা ঢাকা বিভাগের অন্তর গত এবং বাংলাদেশের মধ্য ভাগে অবস্থিত। ঢাকা থেকে টাঙ্গালের দূরত প্রায় ৯২ কি মিঃ ।১৯৬৯ সালে টাংগাইল কে জেলা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় ।এর আগে টাংগাইল বৃহতর ময়মনসিংহ জেলার অধিনে ছিল। এ জেলা যোমুনা নদীর অববাহিকায় অবস্থিত। নদী মাতৃক এবং কৃষি প্রধান অঞ্চল হলেও প্রাচিন কাল থেকে টাঙ্গাইল বস্র শিল্প তথা টাঙ্গাইলে শাড়ীর জন্যে বিখ্যাত তা ছারাও টাংগাইলের মিষ্টির মত মিষ্টি দেশের কওথাউ পাবেন না ।

টাংগাইল জেলায় মোট থানার সংখা ১২টি এবং ইউনিয়ন সংখা ১১০ টি এর মধ্যে
টাঙ্গাইল সদর উপজেলায়  ১২ টি,কালিহাতি উপজেলায়  ১৩ টি,ঘাটাইল উপজেলায়  ১১ টি,বাসাইল উপজেলায় ৬ টি,গোপালপুর উপজেলায়  ৭ টি,মির্জাপুর উপজেলায় ১৪ টি,ভূঞাপুর উপজেলায়  ৬ টি,নাগরপুর উপজেলায় ১২ টিমধুপুর উপজেলায়  ৬ টি,সখিপুর উপজেলায় ৮ টি,বাসাইল উপজেলায়  ৮ টি,ধনবাড়ী উপজেলায় ৭ টি । ইউনিয়ন পরিশদ রয়েছে।

১৮৬৬ সালের আগে টাঙ্গাইলের কোনো স্বতন্ত্র স্থানের নাম পাওয়া যায় না। তবে ১৭৭৮ সালে   রেনেল  তার প্রকাশিত মানচিত্রে এই অঞ্চলকে আতিয়া বলে উল্লেখ করেছেন। তবে টাংগাইলের নাম প্রথম প্রকাশপায় ১৮৭০ সালের ১৫ নভেম্বর তবে সে সময় ইংরেজ গন একে টান বলে ডাক্ত।

টাংগাইলের শিক্ষার হার  ৭১.২১% ।

No comments:

Post a Comment